Kobita

জ্যোৎস্নাবাজার

সৌমিত্র

 • পূর্ণিমা কিনেছি আমি, এই দ্যাখো—

  জ্যোৎস্নাভরা বাজারের থলি

  তালফোঁপরা, আখ আর আতা ও শশার ফাঁকে ফাঁকে

  ভেজানো কিশমিশের মতো ফুলে-ওঠা চাঁদ সদাগর

  রাস্তার পূর্ণিমাজলে কাগজনৌকায় ভেসে যায়!

   

  সূর্যপক্ব দিনের প্রান্তরে আঁধারের নমিত তূণীরে

  অক্লান্ত প্রগাঢ় পিরামিড পতঙ্গস্বভাবে উড্ডীন

   

  নিজস্ব উনুনসাম্রাজ্যে আমি একা, বসে বসে ভাবি

  আমিও ফুলের গর্ভে চলে যাব অতিদক্ষ কীটাণুর মতো

  সেখানে জলকপাট খুলে বেরিয়ে এসে

  লক্কা পায়রার মতো পুচ্ছ মেলে উড়ে যাবে রেণু ও রন্ধন

   

  শিশিরবাগান ধরে হেঁটে যেতে যেতে

  প্রচলিত মোমসমুদ্রে আমি চিনে নেব মীন ও মকর;

  ঠান্ডা পনিরের মতো মেঘ দেখে

  আইবুড়ো শকুনের দল

  কেরোসিনলোভী গৃহিণীর দরজায় দাঁড়াবে—

  বুঝে নেবে স্টোভের শিখায় কত জ্যোৎস্নামৃত্যু, অপরাধহীন!

  অঙ্কন: রৌদ্র মিত্র