Sports News

ভারত বনাম সাউথ আফ্রিকা প্রথম টেস্ট

  • ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে টসে জিতে সাউথ আফ্রিকা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সব উইকেট হারিয়ে তারা করে ২৮৬ রান। ভুবনেশ্বর কুমার ১৯ ওভার বল করে ৪ টি মেডেন দিয়ে ৮৭ রানে ৪ উইকেট নেন। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২০৯ রানে। ৭২ রানে এগিয়ে থেকে সাউথ আফ্রিকা ব্যাট করতে নামার পর তৃতীয় দিন বৃষ্টির জন্য খেলা বেশির ভাগ সময়টাই বিঘ্নিত হয়। আজ চতুর্থ দিনে তাদের স্কোর দাঁড়ায় সব উইকেট হারিয়ে ১৩০, ভারতীয় বোলারদের আক্রমণে ধ্বস্ত হয়ে যায় সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন। ভুবনেশ্বর কুমার ও হার্দিক পাণ্ড্য দু’টি করে এবং জশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি ৩ টি করে উইকেট নেন। ১৩৭ রান করলে জিততে পারবে, এই অবস্থায় খেলতে নেমে ভারতের এই মুহূর্তে স্কোর (চায়ের বিরতি পর্যন্ত) ৮২ রানে সাত উইকেট। 

You may like