Film Review

আইয়ারি

  • ভারতীয় সেনাবাহিনীর দুর্নীতি নীরজ পাণ্ডে পরিচালিত ‘আইয়ারি’ ছবির মূল বিষয়। কর্নেল অভয় সিংহ (মনোজ বাজপেয়ী) এবং মেজর জয় বক্সী (সিদ্ধার্থ মলহোত্র)— এই দু’জন ছবির মূল ঘুঁটি এবং এঁদেরই এক-একটি পদক্ষেপ ছবিতে রহস্যের পরদা উন্মোচিত করতে-করতে এগোয়। সেনাবাহিনীতে অভয়ের ছাত্রপ্রতিম জয়, এবং দু’জনেই ভারতীয় সেনার একটি গোপন ইন্টেলিজেন্স দলের সঙ্গে যুক্ত। নানা সর্পিল পথে অস্ত্র সরবরাহ (অবশ্যই বেআইনিভাবে), সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংঘাত ও লেনদেন ফাঁস হতে থাকে ক্রমশ। আসলে অভয় ও জয়, দু’জনেই দেশের সম্মানরক্ষার তাগিদেই কাজ করছে, কিন্তু দু’জনের পথ আলাদা হয়ে যায় একসময়, যেখানে অভয়ের সন্দেহ হতে থাকে জয় আদতে দ্রোহী। পারস্পরিক ঠান্ডা প্রতিযোগিতা ধরে রাখে ছবির প্লট, যা অবশ্য কখনও-কখনও গতি এবং লক্ষ্য, দুই-ই হারায়। বাবুরাও শাস্ত্রী নামে একটি চরিত্রের ভূমিকায় নাসিরুদ্দিন শাহ গুরুত্বপূর্ণ, তাঁর কাহিনিটিই শেষমেশ তুরুপের তাস হয়ে ওঠে বলা যায়। লন্ডনে ঘাঁটি করে থাকা অস্ত্রব্যবসায়ী এবং প্রাক্তন ভারতীয় সেনা মুকেশ কপূর (আদিল হুসেন) এবং অভয় সিংহকে অস্ত্রের জোগানদার তারিক আলি (অনুপম খের) এই ছবিতে অল্প সময়ের উপস্থিতি সত্ত্বেও জরুরি। মনোজ বাজপেয়ীর অভিনয় অবশ্যই প্রশংসার দাবিদার, সিদ্ধার্থ-ও ভাল। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে রকুলপ্রীত সিংহ (চরিত্রের নাম সোনিয়া)-র অবশ্য বিশেষ কিছু করার ছিল না। ‘আ ওয়েন্সডে’ বা ‘বেবি’-র ঘরানাতেই ছবিটি নির্মাণ করেছেন নীরজ, কিন্তু ‘আইয়ারি’-তে সেই টানটান উত্তেজনায় কিছুটা ভাটা পড়ে প্রায়শই।

You may like