Sports Stars

ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিলেন মানু ভাকের

  • মেক্সিকোয় শুটিং বিশ্বকাপে পুরুষদের দশ মিটার এয়ার রাইফেলে শাহজার রিজভি-র ভারতকে সোনা এনে দেওয়ার পর, দশ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা পেলেন ভারতের মানু ভাকর। এই নিয়ে দ্বিতীয় সোনা পেল ভারত। মাত্র ষোলো বছর বয়সি ভারতের এই শুটার এ বছরের যুব অলিম্পিক্সে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এখনও পর্যন্ত তিনিই ভারতের সবচেয়ে কমবয়সি শুটার, যিনি বিশ্বকাপে সোনা জিতলেন। আর তাই ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিলেন তিনি। মানু হারিয়েছেন আলেকজান্দ্রা জাভালা-কে, যিনি কিনা দু’বার বিশ্ব-চ্যাম্পিয়ন হয়েছেন। চব্বিশটি শটের ম্যাচে মানু পেয়েছেন ২৩৭.৫ পয়েন্ট। আর জাভালার স্কোর ২৩৭.১ পয়েন্ট।