Sports News

ফেডেরারকে হারিয়ে টেনিস জগতের নতুন নায়ক দেল পোত্রো

  • রজার ফেডেরারের অশ্বমেধের ঘোড়া এবার থেমে গেল। বিশ্বের এক নম্বর এই খেলোয়াড় একটানা সতেরোটি ম্যাচ জিতে শেষে হারলেন খুয়ান মার্তিন দেল পোত্রো-র কাছে। ২০১৮-য় এই প্রথম হারলেন ফেডেরার। আর্জেন্টিনার ২৯ বছর বয়সি দেল পোত্রো সম্প্রতি ভুগছিলেন কবজির সমস্যা নিয়ে। তিনবার অপারেশন হয়েছে তাঁর। সেই সময় তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে, অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন। ইন্ডিয়ান ওয়েলস এটিপি মাস্টার্সের ফাইনাল খেলায় তিনি জিতলেন ৬-৪, ৬-৭, ৭-৬ সেটে।

You may like