Sports Stars

কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন মীরাবাই

  • নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মণিপুরের মীরাবাই চানু। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতকে প্রথম সোনা এনে দিলেন তিনি।  গতবছর আমেরিকায় বিশ্বচ্যাম্পিয়নশিপে আটচল্লিশ কেজি বিভাগে সোনা জিতেছিলেন, এবারের কমনওয়েলথে সেই রেকর্ড ভেঙে দিলেন তেইশ বছর বয়সি এই অ্যাথলিট— ছ’বার ওজন তুলে মোট ১৯৬ কেজি তুলেছেন তিনি। এখন তাঁর পাখির চোখ সামনের এশিয়ান গেমস। প্রসঙ্গত রিও অলিম্পিক্সে ব্যর্থ হয়েছিলেন চানু। সেখানে প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন তিনি।