Sports Stars

কমনওয়েলথ গেমসে দুরন্ত সাফল্য ভারতের

  • কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে মীরাবাই চানু সোনা জেতার পর সর্বকনিষ্ঠ শুটার হিসেবে এয়ার পিস্তল শুটিংয়ে সোনা জিতল ষোলো বছরের মনু ভাকের। দশ মিটার এয়ার পিস্তল চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন হিনা সিধু। পুরুষদের দশ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন রবি কুমার। দলগত বিভাগে টেবল টেনিসেও সোনা পেয়েছে ভারত, তবে জয়ের আসল নায়িকা মণিকা বাতরা। এবার ব্যাডমিন্টনেও ভারতের সোনা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ, শেষ চারে সিঙ্গাপুরকে তারা হারিয়েছে ৩-০ ফলাফলে— শেষ সিঙ্গলসে প্রতিপক্ষকে হারিয়ে সাইনা নেহওয়ালের জয়ের ফলে ভারত ফাইনালে চলে যায়। ভারতের মহিলা স্কোয়াশ দলও উঠেছে ফাইনালে।

You may like