Sports News

সাম্প্রতিক ব্যর্থতার পর দুর্দান্ত প্রত্যাবর্তন সানিয়ার

  • অবশেষে শেষ হল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট-এ অনুষ্ঠিত ২০১৮-র কমনওয়েলথ গেমস। ভারত পেয়েছে মোট ৬৬ টি পদক। এর মধ্যে ২৬টি সোনা, ২০টি রুপো, ও ২০টি ব্রোঞ্জ পদক। পি ভি সিন্ধু এবং সাইনা নেহওয়ালের দ্বৈরথে সোনা জিতেছেন সাইনা, রুপো পেলেন সিন্ধু।

You may like